তিন পুরুষের বাস কালীঘাটে। ছোট থেকেই চেনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে। তাই নির্বাচনের আগে সকলে যখন আখের গুছিয়ে সরে গেলেন, খারাপ লেগেছে অভিনেতা কাঞ্চন মল্লিকের। সেই অনুভূতিই কি তাঁকে ঠেলে দিল রাজ্য রাজনীতিতে? অভিনয় সামলে কী ভাবে দলনেত্রীর পাশে থাকবেন তিনি? আনন্দবাজার ডিজিটালকে সবিস্তার জানালেন কাঞ্চন।

প্রশ্ন: প্রথম বার রাজনীতির মঞ্চে এলেন। কেমন দেখলেন চারপাশ?

কাঞ্চন: দেখলাম, কী ভাবে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়ে প্রকৃত কাজের সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশ থেকে একে একে সরে গেলেন সকলে। ভীষণ খারাপ লেগেছে এই আচরণ।