প্রণব ভট্রাচার্য্য
আগরতলা, ২২ সেপ্টেম্বর : পর্যটন দিবসকে সামনে রেখে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মধ্যে।
শুক্রবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপের জারী করা এক প্রেসরিলিজে এই তথ্য জানা যায়।সেই প্রস্তুতিপর্ব ও চূড়ান্ত প্রায়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক ফুটবলারদের টিম ২৬শে সেপ্টেম্বর আগরতলায় পৌঁছুবে। এদিকে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ফুটবল টিমও যথারীতি অনুশীলনে ব্যস্ত। চট্টগ্রাম সাংবাদিকদের টিম তিন দিনের আগরতলা সফরকালে বেশ কিছু পর্যটন কেন্দ্র পরিদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ সহ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে এই ম্যাচের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। বৈঠকে ত্রিপুরা জার্ণালিস্ট ইউনিয়নের এক্সিকিউটিভ এডভাইজর সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শুরুতে সম্পাদক সন্তোষ গোপ সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানান। যুগ্ম সম্পাদক অভিষেক দে আসন্ন আন্তর্জাতিক মৈত্রী সমন্বয় অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলার আহ্বান জানানো হয়।
এ ব্যাপারে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপের সাথে শনিবার যোগাযোগ করা হলে তিনি জানান বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে এই প্রীতি ম্যাচটি ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আগরতলায়। তিনি বলেন, অনুষ্ঠিতব্য এই ফুটবল ম্যাচটি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।