নিজস্ব প্রতিবেদন
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আন্দালিব ইলিয়াস বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও শ্রদ্ধার উপর নির্মিত। ” আমি বিশ্বাস করি যে এই সম্পর্কের ভিত্তি শুধু ভারত ও বাংলাদেশেই নয় সমগ্র উপমহাদেশের সমৃদ্ধি নিশ্চিত করতে পারে,” । বুধবার সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহিদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচন চক্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেছেন। ডেপুটি হাইকমিশন ও কলকাতা প্রেসক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কলকাতাস্থ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) শামসুল আরিফ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি সম্পর্কে একটি বিস্তৃত তথ্য উপস্থাপনা করেছেন এবং দুই প্রতিবেশীর জন্য বৃহত্তর সহযোগিতা কিভাবে “উইন-উইন” ফলাফল হতে পারে তিনি তার আলোচনায় এমন একটি রূপরেখাও দিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে থাকবেন বলে দু’শের সম্পর্ক উন্নয়নের লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সময়টি তাৎপর্যপূর্ণ বহন করবে বলে শাসুল আরিফ মনে করেন।
অনুষ্ঠানের সভাপতি কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ শূর বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়-যেমন উচ্চ বাণিজ্যের সুযোগ, বৃহত্তর জনগণের মধ্যে আদান-প্রদান এবং উপ-আঞ্চলিক সহযোগিতা র উপর জোর দিতে হবে। এর জন্য কর্মসূচিভিত্তিক আলোচনা ও কাযর্করী ব্যবস্থা গ্রহণ করতে হবে।