নিজস্ব প্রতিবেদন

চার দিনের সফরে মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তৃণমূল-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে একাধিক কর্মসূচিতে যোগ দিতেই তার এই সফর বলে মনে করা হচ্ছে।  প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্রোপাধ্যায়ের  গ্রেফতারী এবং এসএসসি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সাংসদের তোপের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। এমনকি এই ইস্যুতে সংসদের বাইরে বঙ্গ বিজেপির সাংসদরা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কি হবে তা নিয়ে  মুখ্যমন্ত্রী সাংসদের সাথে বৈঠক করবেন।

আর ঠিক বিকেলে দিল্লি পৌঁছানো মাত্রই  মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে সেই  বৈঠকটি করলেন। আর এই বৈঠকেই কেন্দ্রকে চাপে রাখার উপায় বাতলে দেন মমতা বন্দোপাধ্যায়। এদিন মমতা তৃনমূল সাংসদদের পরামর্শ  দিলেন, কেন্দ্রের সমস্ত জনবিরোধী ইস্যুগুলিকে আরও সামনে তুলে আনার জন্য।

কার্যত কেন্দ্রকে ঠেকাতে ক্রমাগত প্রতিবাদ অস্ত্র হয়ে উঠতে পারে বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তৃণমূল সংসদরা মুখোমুখি হন সাংবাদিকদের এবং সেখানেই তারা জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শ দিয়েছেন, সংসদের বাকি অধিবেশনগুলোয় তৃণমূল সাংসদদের কিভাবে সরব হতে হবে। কোন পথে প্রতিবাদ চলবে সেই সমস্ত পরিকল্পনা সাংসদদের জানিয়ে দিয়েছেন নেত্রী।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একান্তে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।  এদিন বিকাল সাড়ে ৪টা নাগাদ এই বৈঠক হবে। এই বৈঠকে রাজ্যের বকেয়া  টাকা  নিয়ে মমতার সাথে বিস্তারিত আলোচনা  হতে পারে  সুত্র জানায়। এই দিনই সন্ধ্যায়  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

এদিকে, শনিবারই ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে  তৃণমূল কংগ্রেস ভোটদান থেকে বিরত থাকছে। এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন জগদীপ ধনকড়। অন্যদিকে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। নির্বাচনের সময় দিল্লিতেই থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
রবিবার অনুষ্ঠিত হবে নীতি আয়োগের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।  তার আগেই শনিবার বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও মমতার বৈঠকের সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দোপাধ্যায়।