প্রণব ভট্রাচার্য্য
কলকাতা, ২৭ অক্টোবর ২০২১ : আজ বিকেলে কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র স্থাপন করা হবে। বিকেলে প্রেসক্লাবে এই কেন্দ্রটি উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেসক্লাব কলকাতার এবংকলকাতার সাংবাদিকদের উল্লেখযোগ্য অবদানের স্বিকৃতিতে বাংলাদেশের স্বাধিনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার কলকাতা প্রেসক্লাবে উপহারস্বরূপ একটি বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেয়। এই কেন্দ্রে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা কম্পিউটার ব্যাবহার করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা, পরিবেশনা করতে পারবেন।
এই অনুষ্ঠানেবাংলাদেশের মুক্তিযুদ্ধে রনাঙ্গণ থেকেসংবাদ সংগ্রহ এবং পরিবেশনে উল্লেখযোগ্য অবদানের স্বিকৃতিতে কলকাতার পাঁচজন বষীর্য়ান বিশিষ্ট সাংবাদিককে কলকাতা প্রেসক্লাব-র পক্ষ থেকে ‘মুক্তিযুদ্ধ সুবর্ণ জয়ন্তী কলম সেনা’ সন্মামনা প্রদান করা হবে।