অনির্দ্বারিত আত্মসমর্পণ
–কাজী রফিক
অবিশ্বাস্য এক পৃথিবীর মুখোমুখি দাঁড়িয়ে,
অন্তর্ভেদী মৌনতা গ্রাস করে নিচ্ছে সবকিছু,
শুনশান জনপদ,শব্দের কোলাহল নেই,
স্তব্দ বোবাকান্না বাতাসে ভাসছে হু হু করে।
চারিদিকে অশুভ বার্তা,
সফেদ কাপড়ে মোড়ানো শবের মিছিল,
হৃৎপিন্ডের অস্তিত্বধনি দূরে বহু দূরে
হারিয়ে যাচ্ছে দুর্বহ বেদনায়,
ক্ষিণ থেকে ক্ষিণতর হচ্ছে স্পন্দন।
গৃহবন্দি চোখগুলো জানালায় দাঁড়িয়ে
নির্বিকার দেখতে থাকে একটুকরো আকাশ,
পৃথিবীটা আজ আটকে গেছে
একটি অন্তরীপে।
[ দুই ]
একই দৃশ্যপটে উদ্বিগ্ন অপেক্ষায় বিশ্বটা,
মৃত্যুস্রোত বয়ে চলে উত্তর থেকে দক্ষিনে,
লাশের মিছিল কবর শ্মশান আর গীর্জার সমাধিতে,
অবরুদ্ধ মানবের আত্মক্রন্দন বাতাসে ভাসে ।
এ যেনো রণক্ষেত্রে অনির্ধারিত আত্মসমর্পন
অদৃশ্য এক জৈব অস্ত্র ছুড়ে দেয় চিৎ হয়ে
ঝুলে থাকা ক্ষুদ্র বাদুরের কাছে।
[ তিন ]
অনুশক্তির স্পর্ধিত মগজগুলো শুধু গর্ভগৃহে হাত পা ছুড়ছে, মৃত্যু স্রোত ঠেকাতে বিশ্বজুড়ে চলছে মহাযজ্ঞ। কজঝটিকায় ঘিরে আছে চারিদিক, ঘড়িয়াল গুপ্তঘাতক বার বার ফিরে আসছে রূপ পাল্টে,বুকের কাছে ক্রমাগত ঠোকর মেরে নিঃশেষ করছে মানব প্রাণ।
[ চার ]
এক মহাকালচক্রে দাঁড়িয়ে আছে ব্শ্বিটা আজ
অন্তহীন জিজ্ঞাসা নিয়ে, কবে উন্মেচিত হবে
কালজ্ঞান,কবে পাবে মুক্তি অভিশপ্ত পৃথিবী।
(কবি পরিচিতি : কবি ও নাট্যকার, ‘দৈনিক সংবাদ’-র বার্তা সম্পাদক।)