ভিওসি রিপোর্ট
কলকাতা বিমানবন্দরে আগুন লাগে। জানা গেছে, বুধবার রাত ৯ টা ২০ নাগাদ আচমকাই বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের জায়গায় আগুন লাগে। আগুন লাগে বিমানবন্দরের থ্রি এ গেটের কাছে কনভেয়ার বেল্টে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা প্রাণ বাচাতে ছুটা ছুটি করতে থাকে।তৎক্ষণাৎ যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খালি করা হয় ইন্টারন্যাশনাল ডিপার্চার। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রয়েছে বিমানবন্দরের ৫টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জায়গা থেকে অন্যত্র আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে দিকে নজর দমকল কর্মীদের। দমকল বাহিনীর সঙ্গেই আগুন মোকাবিলায় বিমানবন্দরে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিমানবন্দরের পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
কলকাতা বিমান বন্দরে হঠাৎ এই অগ্নিকান্ডের ঘটনা নাশকিতা কিনা তাও খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বিভাগ।