গোপী নাথ অধিকারী

শিল্পে থিমের সংজ্ঞা হল সেই বার্তা যা শিল্পী শিল্পকর্মের মাধ্যমে জানাতে চান। থিম কেবল শিল্পের বিষয়বস্তু নয়; বরং, এটি শিল্পীর নকশা এবং তৈরি করা বিষয়বস্তু উভয় দ্বারা চিত্রিত করা বিমূর্ত ধারণা। Solo পেইন্টিং, একটি দ্বি-মাত্রিক ও ত্রিমাত্রিক যা নান্দনিক গুণাবলী তৈরির সাথে ধারণা এবং আবেগের প্রকাশ। এই ভাষার উপাদানগুলি-র আকার, রেখা, রং, টোন এবং টেক্সচার—একটি সমতল পৃষ্ঠে আয়তন, স্থান, নড়াচড়াকেই বুঝি আমরা, কিন্তু একজন শিল্পী তাঁর মণনের ভাজে থাকা শৈল্পিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবতার রূপায়নে চিত্রায়ন করার মূর্ত ধারনার মত সংবেদনশীলতাকে ফুটিয়ে তোলার মহিমাই শিল্পীর নান্দনিক গুণাবলী।

এই রকমই একজন সহজ মনের বড় মাপের নান্দনিক শিল্পী হলেন রবীন বর। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই  চিত্রশিল্পী-র  একক চিত্র প্রদর্শনী শুরু হবে মঙ্গলবার ৮ আগস্ট থেকে। চলবে সপ্তাহব্যাপী। রবীন্দ্র সদনস্থ  অ্যাকাডেমি অব ফাইন আর্টসের  নর্থ গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে  এই চিত্র প্রদর্শিনী-র | এটি চলবে ১৪  অগাস্ট পর্যন্ত, প্রতিদিন  সকল ১১ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত।এবারের প্রদর্শনীর বিষয় পার্সেপশন (Perception ) | এই প্রদর্শনীতে রবীন বর তার শিল্পকলার মধ্যে দিয়ে মানুষের মনের নানান ইতিবাচক perception  বা উপলব্ধি গুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন |

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘স্পিড পেইন্টার’ রবীন বর তিনি ইতোপূর্বে তাঁর শিল্পকলার মাধ্যমে বহু রেকর্ড গড়েছেন যেমন – ‘এশিয়ান বুক অফ রেকর্ড’, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড ও ‘জীনিয়্যাস ওয়ার্ল্ড রেকর্ড’ | তিনি ৩ মিনিটে ২”৩ ফুটের কাগজে ৩০ টি স্কেচ করেন একই সাথে দুই হাত দিয়ে এবং দুই হাত ও এক পা দিয়ে ৩” ৪ ফুটের তিনটি ক্যানভাসে একই সাথে ৩ মিনিটে স্কেচ করেন , তার এই দুই অসামাণ্য কৃতিত্বের জন্য  ২০১১ সালে  দুটি ‘ ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড ‘ গড়েন |

তিনি ত্রিমাত্রিক বিন্যাসে গ্যালারিতে এদিন যে শিল্পকর্ম উপস্থাপন করবেন তা প্রতিটি দর্শকের নজর কাড়বে বলে আমি মনে করি। এই প্রদর্শনীতে সর্বস্তরের দশর্কদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন শিল্পী রবীন বর।