দিব্যেন্দু গোস্বামী, বীরভূম থেকে
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আর মমতার নির্দেশে সেই নবান্ন অভিযান বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে পুলিশ ।এমনই অভিযোগ করলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান বীরভূম জেলা থেকে ৪০০০ এরও বেশি কর্মী সমর্থক নবান্ন অভিযানে অংশগ্রহণ করার জন্য রওনা দিয়েছেন। কিন্তু পুলিশ তাদেরকে পথে পথে আটকে দিচ্ছে, বিভিন্ন রেল স্টেশনেও।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ১৩ ই সেপ্টেম্বর মহা মিছিলের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কিন্তু পুলিশ বাধা দিতে আরম্ভ করেছে বিজেপির কর্মী সমর্থকদের। কি কারণে এই বাধা তার সদুত্তর দিতে পারিনি পুলিশ, এমনই অভিযোগ করেন ধ্রুব সাহা ।

মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাট সহ বীরভূমের বিভিন্ন স্টেশনে। ধ্রুব সাহা আরো অভিযোগ করেছেন বিজেপির ‘নবান্ন চলো কর্মসূচি’ সফল করার জন্য যে সমস্ত বিজেপি কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের মধ্যে বেশির ভাগ কর্মী কে আটক করা হয়েছে। যাতে করে নবান্ন অভিযান ব্যাহত হয়।

ধুব সাহা আরও জানান, প্রচন্ড দুর্যোগকে অপেক্ষা করে মানুষ যেভাবে সাড়া দিয়েছে তাতে বিজেপির কর্মী সমর্থকরা নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে বলে তারা আশাবাদী। সামনে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের আগে নবান্ন অভিযান এক বিশেষ গুরুত্ব রাখে। সেই কারণেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মীরা নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে এবং তৃণমূল কংগ্রেসকে এক নতুন বার্তা দিতে চলেছেন। যদিও বিজেপির নবান্ন অভিযানে যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য প্রচুর পুলিশ রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে।