এম এ রহিম, বাংলাদেশ থেকে
মিথ্যা আশ্বাসে ও ভালো চাকুরির প্রলোভনে পরে ভারতে পাচার হয়ে যাওয়া ৭ বাংলাদেশী যুবতীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার সন্ধায় ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরে তারা। তারা খুলনা নড়াইল মাগুরা ও ঢাকা জেলার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, তিন বছর আগে কাজের প্রলোভনে ভারতে যায় তারা। পুলিশের হাতে আটক হয়ে তাদের ঠাই হয় মহারাষ্ট্রের পুনে জেল হাজতে। পরে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফিরে তারা। যশোরের একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে পাঠানো হয় পোর্ট থানায়। পরে তাদেরকে মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনী প্রক্রিয়া শেষে তুলে দেওয়া হবে পরিবারের কাছে।
ওই সাত তরুণীর মধ্যে রয়েছে খুলনার তুলি খাতুন ও চম্পা মোল্লা , নড়াইলের আয়েশা খাতুন,মাগুরার রাবেয়া মুন্সি , নড়াইলের প্রীতি বিশ্বাস ও কোহিনূর বেগম ও ঢাকার জারা আক্তার টুম্পা ।
উল্লেখ্য তারা দালালের মাধ্যমে ২০২০ সালে ভারতে প্রবেশ করেন এবং ভারতের পুনে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি আশ্রমে ছিলেন ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমেগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।।।