মাল্টিপল ভিসায় ভারতে প্রবেশে পূর্বের নিয়মের পরিবর্তন হয়নি  :  ঢাকাস্থ ভারতীয় দূতাবাস

ওমর আলী, বিশেষ প্রতিনিধি

মাল্টিপল ভিসায় ভারতে ভ্রমণের ক্ষেত্রে পূ্র্বের নিয়ম বহাল আছে। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা বলে শুক্রবার  যে খবর বেরিয়েছে, এ ব্যাপারে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস-র অফিসিয়াল ফেসবুকে পেইজে ইতোমধ্যে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে তাদের বক্তব্য পেশ করেছে।

দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে ৩ জুলাই ২০২২  সকালে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন।  দূতাবাস জানায়, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি। পূ্র্বের নিয়মেই মাল্টিপল ভিসাধারীরা নিজেদের সুবিধামতো যেকোনো সময়ে সড়ক, রেল ও আকাশপথে ভারতে যাতায়াত করতে পারবেন এর জন্য কোন বাধা নেই,, ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানায়।