স্টাফ রিপোর্টার

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চ নূপূর শর্মার  বিতর্কিত মন্তব্যের  জন্য নূপূর শর্মাকে একমাত্র দায়ী করেছিল। শুধু তাই নয় সুপ্রিম কোর্ট তাকে তীব্র ভর্তসনা করে সরাসরি ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। সুপপ্রিম কোর্টের োই নির্দেশের  পরদিনই নুপূর শর্মার সমালোচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মন্তব্য ছিল তা প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি এনভি রামনার কাছে নূপূরের পক্ষে একটি পিটিশন জমা করা হয়। প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, এই আর্জিকে যেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করা হয়। জানা গিয়েছে, সাসপেন্ডেন্ট বিজেপি নেত্রী নূপূর শর্মার পক্ষে  অজয় গৌতম নামক দিল্লির এক বাসিন্দা এই আবেদন দাখিল করেছেন। ‌আবেদনে তিনি বলেছেন, নুপূর শর্মা যাতে বিচার পাওয়ার সমান সুযোগ পান, তার জন্য নুপূর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্ট আদালত যে পর্যবেক্ষণ রেখেছে, তা প্রত্যাহার করা উচিত। একইসঙ্গে নুপূর শর্মার বিরুদ্ধে ইতিপূর্বে যে মামলাগুলো দায়ের হয়েছে  ওই সমস্ত মামলাও দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি জানান তিনি।

এদিকে  নূপুর শর্মাকে কলকাতার নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় পরপর দু’বার হাজির হওয়ার জন্য  তলব করেছিল। কিন্তু তিনি হাজির হননি। এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ।
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে জুন মাসে তাকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। কিন্তু নূপুর শর্মা নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হয় তাকে। কিন্তু এবারেও তিনি হাজিরা এড়িয়ে যান। একইভাবে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তলব করে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে। সেই হাজিরাও এড়ান তিনি। তাই এবার লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।