বাংলাদেশ থেকে গোফরান পলাশ
বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অষ্টাচার্য হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু। এই সেতু উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ আন্তর্জাতিকভাবে বানিজ্য প্রসারে রয়েছে দিগন্তজোড়া সম্ভাবনাময় সুযোবগ। এক কথায় দেশটির দক্ষিনাঞ্চলীয় ২১টি জেলা এবং রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় সমস্ত জেলার সাথে সড়ক যোগাযোগ একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো।
বাংলাদেশের সর্বদক্ষিনাঞ্চলীয় উপজেলা কলাপাড়ায় রয়েছে বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর ‘পায়রাবন্দ’। দক্ষিনাঞ্চলের সাথে বিশ্ব বানিজ্য রক্ষার সুবিধার্থে, তথা আমদানি রফতানি যোগ্য বিভিন্ন পণ্য উঠা-নামার আধুনিক মানসন্মত এই নৌ-বন্দরটি প্রধানমন্ত্রী শেখহাসিনার সার্বিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। আর দেশ-বিদেশের অবাধ ও উদার বানিজ্য সুবিধার কথা মাথায় রেখেই পদ্মা সেতু নির্মাণ করাটা ছিল তাঁর আর একটি স্বর্ণময় কীর্তি। পদ্মাসেতু ও পায়রাবন্দ সমুদ্র বন্দর বাংলাদেশের সঙ্গে এখন বিশ্ব বানিজ্যের জন্য অবারিত দ্বার। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপুমুন্সি ভারত-নেপাল সহ বিশ্বের সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সাথে বানিজ্য চুক্তিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বাংলাদেশের সাথে বানিজ্য বিনিময় প্রতিষ্ঠা করার জন্য দক্ষিনাঞ্চলীয় বাসির পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়েছেন দেশটির দক্ষিনাঞ্চলীয় জাতীয় সংসদ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিবুর রমমান (এম পি)। এমপি মো: মহিবুর রহমান বলেন, বাংলাদেশের সমগ্র দক্ষিণাঞ্চলই নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর, এখানে রয়েছে পযর্টন শিল্প বিকাশে উজ্জল সম্ভাবনাময় দিগন্ত, সমুদ্র সৈকত কুয়াকাটা, মৎ্স্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য আহরণ কেন্দ্রসহ বহুমুখী বানিজ্য ক্ষেত্র বিদ্যমান রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকারের উদার বৈদেশিক বানিজ্যনীতি বিশ্বের সকল পর্যায়ের বানিজ্য বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে নিসন্দেহে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিশ্বের সমস্ত দেশ ও আন্তর্জাতিক বানিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
অপরদিকে দেশের উত্তরাঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগ সহজ করায় এবারের ঈদ-উল-আযহার সরকারী ছুটিতে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের শুরু থেকেই কুয়াকাটায় ব্যাপক ভাবে বেড়েছে পর্যটকের সমাগম। এতে পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে উদ্দোগ নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ’কুয়াকাটায় ছোট-বড় ১৬০ টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। সকল হোটেল মালিকের ব্যাংক ঋন রয়েছে। তাদেরকে প্রত্যেক মাসেই কিস্তির টাকা পরিশোধ করতে হয়। বিগত করোনার বছর গুলোতে পর্যটন খাতের ব্যবসায়ীরা চরম সংকটে ছিল। অনেকেই
ধার-দেনা করে ঋনের কিস্তি পরিশোধ করেছেন। এববছর ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের আগমন বেড়ে যাওয়ায় স্বস্তি দেখা দিয়েছে ব্যবসায়ধের মনে।। আগামী ১৫ জুলাই পর্যন্ত মোটেল হোটেলের রুম বুকিং রয়েছে। পদ্মাসেতু কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীদের মাঝে আলোর মুখ দেখিয়েছে। আগে রাজধানী ঢাকা বা দেশের অন্যন্য অঞ্চল থেকে কুযাকাটা পৌছতে যে সময় লাগতো তার আর্ধেকেরও কম সময় লাগে এখন।
কুয়াকাটার ব্যবসায়ী মো: মিলন বলেন, ’পদ্মা সেতু দক্ষিনাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আমরা নতুন উদ্যমে ব্যবসা শুরু করেছি। প্রতিদিনই কুয়াকাটায় এখন পর্যটকের আগমনে ভিড় বাড়ছে । এতে আমাদের ভাল
বিক্রী হচ্ছে।’
হানিমুন ফ্যাশনের মালিক সাজিদ রহমান জানান, ‘কুয়াকাটার মধ্যে বড় দোকান আমার। দোকান খরচ, কর্মচারীর বেতনসহ সব মিলিয়ে মাসে লাখ টাকার উপরে খরচ হয়ে থাকে। বিগত দিনগুলোতে শুধু লোকসানই গুনেছি আমরা। তবে পদ্মা সেতু চালু হওয়ায় আগামী দিনগুলোতে সব ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।’
রেস্টুরেন্ট মালিক রুমান জানান, করোনার আগে প্রতিদিন ২০-২৫ হাজার টাকা বিক্রি করতাম। করোনার লকডাউনে বিক্রী না থাকায় বয়, বেয়ারা, বাবুর্চীদের ছুটি দিয়েছিলাম। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানুষের আগমনে হোটেলে বিক্রী বৃদ্ধি পাওয়ায় আবার তাদের কাজে নিয়োগ করেছি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ’প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত কয়েক বছর কুয়াকাটার ব্যবসায়ীরা উপযুপরী লোকসান গুনেছেন। পদ্মা সেতু পর্যটন খাতের ব্যবসায়ীদের মাঝে
ফের নতুন করে আশার আলো দেখিয়েছে।’পটুয়াখালী জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, কুয়াকাটা সহ সমগ্র দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান (প্রধান পরিকল্পনা) মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে কুয়াকাটা ‘উন্নয়ন কর্তৃপক্ষ কাঠামো’ গঠন নিয়ে সম্ভাব্যতা যাচাই চলছে । শিগ্গিরই তৈরী হবে এই উন্নয়ন পর্ষদ ।