কলকাতা, ৫ জনুয়ারী ২০২১ : ভারতে অনুষ্ঠিতব্য ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিচালনার জন্য এ বছর জুরি বোর্ড গঠিত হয়েছে ।
এশিয়ার অন্যতম চলচ্চিত্রের জুরি বোর্ডের অন্যান্যদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান-আর্জেন্টিনার পাবলো সিজারিস, বোর্ডের সদস্যরা হলেন শ্রীলংকার প্রসন্ন ভিথানেজ, অস্ট্রিয়ার আবু বকর সাকি , ভারতের প্রিয়দর্শন, বাংলাদেশের রুবাইয়াত।
জুরি বোর্ডের চেয়ারম্যান হলেন পাবলো সিজারিস, একজন আর্জেন্টিনার চলচ্চিত্র নির্মাতা। তাঁর নির্মিত ইকুইনক্স, দ্য গড অফ দা রোজেস, দ্য গড অফ দি পারফিউমস উল্লেখযোগ্য ছবি।
রুবাইয়াত হোসেন একজন বাংলাদেশের মহিলা চলচ্চিত্র পরিচালক লেখক এবং প্রযোজক। তাঁর তৈরি ছবি মেহেরজান বাংলাদেশের একটি বিখ্যাত চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে।
প্রসন্ন ভিথানেজ হলেন একজন শ্রীলংকার চলচ্চিত্র নির্মাতা। সে দেশে তৃতীয় প্রজন্মের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আটটি পূর্ণদৈর্ঘ্যের ছবি নির্মাণ করেছেন। এর মধ্যে রয়েছে ডেথ অন এ ফুল মুন ডে, অগাস্ট সান, ফ্লাওয়ার্স অফ দা স্কাই প্রভৃতি। আবু বকর সাকি একজন ইজিপসিয়ান- অস্ট্রিয়ান লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তাঁর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ইয়োমেদদাইন ২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবে বিবেচিত হয়েছিল। ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক প্রিয়দর্শন। বিগত তিন দশকে ভারতের বিভিন্ন ভাষায় ৯৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন প্রিয়দর্শন ।
১৯৫২ সাল থেকে ভারতে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। সেই থেকেই প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠত হয়ে আসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর ভারতের উপকূলীয় রাজ্য গোয়ায় ১৬ জানুয়ারি থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু শুর হবে, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
এই আন্তর্জাতিক চলচ্চিত্রের উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের আর্থ-সামাজিক, কৃষ্টি ও সাংস্কৃতি্ক অবস্থান সম্পর্কে জানা ও উপলব্ধি হওয়া এবং বিশ্বের মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং সহযগিতার মেলবন্ধন রচিত হওয়া।