স্টাফ রিপোর্টার

ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক রেল পরিষেবা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছেl
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী শনিবার ‘সংবাদ’-কে এই সিদ্ধান্তের কথা জানান l
এর ফলে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দু’দিকেরই পরিষেবা বন্ধ থাকবেl
১৪ জুলাই পর্যন্ত দুপ্রান্ত থেকে পরিষবা বাতিল করা হল। ১৪ জুলাইয়ের পর থেকে এই ট্রেনের স্বাভাবিক পরিষেবা আবার চালু হবে।
এর আগে করোনা মহামারীর কারণে প্রায় দু’বছরের বেশি সময় বন্ধ হয়ে গিয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা।

করোনা সংক্রমণ কমে যাওয়ায় ভারত ও বাংলাদেশ দুই দেশের যাত্রীদের সুবিধার জন্য চলতি বছরের ২৯ মার্চ থেকে ফের পরিষেবা চালু হয়। পুরনো সূচি মেনে সপ্তাহে পাঁচদিন করে মৈত্রী এবং দু’দিন বন্ধন এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছিল।

শুরু করার আগে যাত্রীদের সুবিধার জন্য এই আন্তর্জাতিক ট্রেনগুলো চালানোর আগে প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখা হয়। সেগুলো ঠিক করার জন্য রেলওয়ে অফিসার, জিআরপি, বিএসএফ, কাস্টমস এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারদের (এফআরআরও) মধ্যে উচ্চ স্তরের সমন্বয় বৈঠক হয়। কলকাতা স্টেশনে l